চে’ গুয়েভারাকে গুলি চালিয়ে হত্যা করা বলিভিয়ান সৈন্যের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিশ্ববিখ্যাত বিপ্লবী গেরিলা- আর্নেস্তো চে’ গুয়েভারাকে গুলি চালিয়ে হত্যা করা বলিভিয়ান সৈন্যের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮০ বছর।
অবসরপ্রাপ্ত জেনারেল গ্যারি প্রাদো জানান, মারিও তেরান সেনাবাহিনীর একজন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েক সপ্তাহের অভিযানের পর ১৯৬৭ সালে চে’ গুয়েভারাকে বন্দী করা গ্রুপের নেতৃত্বে ছিলেন জেনারেল প্রাদো। রেডিও কোম্পানেরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ রোগের পর মৃত্যু হয়েছে তেরানের। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। চে গুয়েভারা একজন আর্জেন্টাইন চিকিৎসক ছিলেন। কিন্তু কিউবার বিপ্লবে একজন নেতৃস্থানীয় বিপ্লবী হয়ে ওঠেন তিনি। ১৯৫৯ সালে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে মিলে দেশটির স্বৈরাচারী শাসক ফুলজেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করেন চে গুয়েভারা।