চৌকস, আধুনিক ও দক্ষ হয়ে ক্যাডেটদের গড়ে উঠতে হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিশ্বের সাথে তাল মিলিয়ে চৌকস, আধুনিক ও দক্ষ হয়ে ক্যাডেটদের গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সর্বোচ্চ প্রশিক্ষণ নিতে মেরিন একাডেমি ক্যাডেটদের নির্দেশ দেন তিনি। একইসংগে তিনি বলেন, করোনার টিকা নিলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকালে চট্টগ্রামে, বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাম্পাসে মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেডে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি ।
সকালে চট্টগ্রামে, বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাম্পাসে ৫৫তম ব্যাচের ক্যাডেটদের “মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড”- এ গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণের সব ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্ব রাখায় শ্রেষ্ঠ ক্যাডেটকে রাষ্ট্রপতি স্বর্ণপদক ও দ্বিতীয়জনকে শিপিং কর্পোরেশন পদক তুলে দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
শপথ গ্রহণ ও কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও চৌকশ বাহিনী হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করেছে সরকার। সুনীল অর্থনীতির সুফল পেতে শিক্ষিত জনগোষ্ঠীর গড়ে তুলতেও সরকার কাজ করে যাচ্ছে।
সরকার প্রধান বিশ্বের বুকে বাংলাদেশের নাম সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশকে পুনর্গঠন ও সমৃদ্ধ করতে বংগবন্ধু সরকার নানা পদক্ষেপ নিলেও ৭৫ পরবর্তী সরকারগুলো তা নস্যাৎ করে দেয়।
বিশ্বে চলমান করোনা মোকাবিলায় বাংলাদেশ সঠিক সময়ে টিকা আমদানি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, টিকা নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বর্তমান আওয়ামী লীগ সরকার জাতির পিতার দেখানো পথে দেশের উন্নয়নে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।