চৌকি বিছিয়ে ব্যবসা করতে প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার
- আপডেট সময় : ০৮:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে ব্যবসা করার সুযোগ করে দিতে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডস্থল প্রস্তুত করা হচ্ছে। কাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই উদ্যোগ নেয়া হবে। এদিকে অনেক ব্যবসায়ী দাবি করেছেন, নিরপেক্ষভাবে যেন ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়।
পুড়ে ছাই হয়ে যাওয়া বঙ্গবাজার আবার ফিরবে নিজ রূপে। তবে আগের মতো না হলেও এটাই যেন ব্যবসায়ীদের প্রাণের দাবি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাজ। ইট বালু বিছিয়ে প্রস্তুত হচ্ছে মার্কেট। বুধবার নাগাদ বসানো হবে চৌকি।
প্রথম অবস্থায় সবাই না পেলেও, পাবে আদর্শ ইউনিটের কিছু দোকানদার জানালেন, বঙ্গবাজার কমপ্লেক্স আদর্শ ইউনিটের সহ সভাপতি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে ২ হাজার ৯৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর তালিকা দেয়া হয়েছে। তবে, ব্যবসায়ীরা অভিযোগ করছেন, মুখ দেখে দলীয় লোকদের সহযোগিতা করা হচ্ছে। সুষ্ঠু বরাদ্দের দাবি তাদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তহবিলে এ পর্যন্ত ২ কোটি ১২ লাখ টাকা জমা পড়েছে।