চৌগাছায় প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় ঠান্ডু বিশ্বাস নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে।
নিহতের ছেলে পিংকু বিশ্বাসের অভিযোগ, তার পিতা চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য। সন্ধ্যায় স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে ছিলেন তিনি। এসময় নির্বাচনে পরাজিত রুহুল আমীনের ছেলে টিটোর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার বাবার উপর হামলা চালায়। তারা ঠান্ডু বিশ্বাসককে ছুরিকাঘাতে জখম করে। এসময় মমিনুল ও হামিদ নামে আরো দুইজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঠান্ডু বিশ্বাস ও মমিনুলকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় চিকিৎসক ঠান্ডু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।