চৌদ্দ বছরের নিরবিচ্ছিন্ন চেষ্টাতেই উন্নয়নশীল দেশে পরিণত বাংলাদেশ : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৮১৫ বার পড়া হয়েছে
গেল ১৪ বছর সরকারের নিরবিচ্ছিন্ন চেষ্টার কারণেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতারের ন্যাশনাল কনভেনশন সেন্টারের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা এবং তার বাস্তবায়নের কারণেই বৈশ্বিক নানা সংকটের মাঝেও বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রয়েছে।
তবে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা দেশগুলোর আর্থিক ও বানিজ্যিক সহায়তা প্রয়োজন বলেও মত দেন শেখ হাসিনা। সাসটেইনেবল অ্যান্ড স্মুথ ট্রানজেশন ফর দ্যা গ্রাজুয়েটিং কোহোর্ট অব ২০২১ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ, নেপাল ও লাওস। এসময় উপস্থিত ছিলেন স্বল্পোন্নত দেশের প্রতিনিধিরা।