চৌমুহনী পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৩য় ধাপের পৌর নির্বাচনে নোয়াখালীর চৌমুহনী পৌরসভা আওয়ামী লীগের প্রার্থী আকতার হোসেন ফয়সল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সকালে চৌমুহনী গণ-মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম। ইশতেহারে মেয়র প্রার্থী আকতার হোসেন ফয়সল ১৭টি নির্বাচনী অঙ্গিকার করে চৌমুহনী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তুলবেন। তিনি এ নির্বাচনকে বসুরহাট পৌরসভার মত একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার অঙ্গিকার করেন।