চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ পর্ব শেষ করলো পিএসজি
- আপডেট সময় : ১২:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ পর্ব শেষ করলো পিএসজি। আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ক্লাব বুর্গকে ৪-১ গোলে জয় পায় তারা। গ্রুপের শেষ রাউন্ডে লাইপজিগের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। এই হারের পরও টেবিলের শীর্ষে থেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ম্যান সিটি।
ঘরের মাঠে ক্লাব বুর্গের বিপক্ষে ম্যাচের ২য় মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। ২য় গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ৭ মিনিটে ডি মারিয়ার থ্রু থেকে নিজের ও দলের ২য় গোলটি করেন এমবাপ্পে। প্রথমার্ধেই ৩য় গোলের দেখা পায় প্যারিস সেইন্ট জার্মেই। এবার এমবাপ্পের বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন লিওনেল মেসি। বিরতির পর ৬৮ মিনিটে রিটসের গোলে ব্যবধান কমায় ক্লাব বুর্গ। তবে ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে মেসি তার ২য় গোল করলে ৪-১’র বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
অন্যদিকে, ‘এ’ গ্রুপের শীর্ষ দল ম্যানচেস্টার সিটি লাইপজিগের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটেই পিছিয়ে পড়ে। লিমার পাস থেকে স্কোর শিটে নাম তোলেন ডোমিনিক সোবোস্লাই। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে সফল হয়নি সিটিজেনরা। উল্টো ৭১ মিনিটে আন্দ্রে সিলভার গোলে ২-০ গোলের লিড নেয় লাইপজিগ। ৭৬ মিনিটে রিয়াদ মাহরেজ এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি।