চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে জিতেছে ম্যান সিটি
- আপডেট সময় : ০৫:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় আর রোমাঞ্চে ভরা সেমিফাইনালের প্রথম লেগ জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। আক্রমণ, পাল্টা আক্রমণ। গোলের পরিশোধের আগুন ঝড়া এক ম্যাচের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ইতিহাদে ৭ গোলের থ্রিলিং ম্যাচে ৪-৩ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোলে রবার্ট লেভান্দোভস্কিকে ছাড়িয়ে ইউসিএলের শীর্ষে করিম বেনজেমা।
সাত গোলের থ্রিলিং ম্যাচ! শিষ্য দুই লিগের সেরা সেরা দলের সেমিফাইনাল বলে কথা। যদিও ম্যানচেস্টার সিটির বিপক্ষে কখনোই লিড পায়নি রিয়াল মাদ্রিদ। তাতে কী! ইতিহাদের দুই পক্ষের সমর্থক আর বিশ্বজুড়ে টেলিভিশন সেটের সামনে বসে থাকা দর্শকদের শেষ বাঁশির পরও যেন মনে হয়েছে শেষ হয়েও হলো না শেষ।
উত্তেজনা ছড়ানোর রাতে শুরুটা ম্যান সিটির, কেভিন ব্রুইনার কল্যাণে। তার এমন ডাইভিং হেডের সঙ্গে মুগ্ধতায় ডুবেছেন ফুটবল ভক্তরাও।
খানিক বাদেই ইনফর্ম গ্যাব্রিয়েল জেসুসে স্তব্ধ রিয়াল মাদ্রিদ। লিগে শেষ ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোলের পর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও দুরন্ত ম্যান সিটি তারকা।
আক্রমনের ঢেউয়ে যখন নাজেহাল লস ব্লাঙ্কোস। লাইফলাইন হয়ে করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধেও চাপে কার্লো আনচেলত্তি শিষ্যরা। সেই ধারাবাহিকতায় ফিল ফোডেনে ব্যবধান বাড়ে সিটিজেনদের।
জবাব দিতে দেরি করেনি লস ব্লাঙ্কোস। নেপথ্যে ভিনিসিউস জুনিয়রের একক প্রচেষ্টা।
পরক্ষনেই শোকে রূপ নেয়ে গ্যালাক্টিকোদের উৎসব। রেফারি ইস্তেভান কোভাচের সিদ্ধান্তে বোকা বনে যায় রিয়াল। সেই সুযোগ দারুনভাবে কাজে লাগান বের্নার্দো সিলভা।
ফিরতি লেগে মাদ্রিদ যে আরও রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় তা ম্যানচেস্টারে মনে করিয়ে গেছেন বেনজেমা। সফল স্পট কিকে জোড়া পূর্ন করেন ফরাসী তাকরা।
তবে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার স্বপ্নে একধাপ এগিয়েই রইলো ম্যানচেস্টার সিটি।