ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম মাহমুদুর রহমানের
- আপডেট সময় : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ, ফ্যাসিবাদের আইকন হিসেবে শেখ মুজিবুর রহমান নামের সব স্থাপনার নাম পরিবর্তনসহ অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরে তিনি বলেন, দানব হাসিনা বাংলাদেশকে কি পরিমাণ ধংস ও ক্ষতি করেছে তার আলোচনা বেশি বেশি করা উচিত। ফ্যাসিবাদী সরকার ভারতের চেতনায় মৌলবাদ এবং জঙ্গিবাদের তকমা ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যাতে মিডিয়ার ব্যবহারই ছিল প্রধান। তাই সবাইকে বর্তমান সরকারের পক্ষে অবস্থান নিয়ে দিল্লীর তোষামদী থেকে দূরে থাকার আহবান জানান মাহমুদুর রহমান।
শেখ হাসিনার স্বৈরশাসনের একটা বড় সময় জুড়েই অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন সাহসী কলম সৈনিক ও প্রতিবাদী কন্ঠ ড. মাহমুদুর রহমান। দেশ ও জাতির কাছে সংবাদপত্র ও লেখনীর মাধ্যমে আওয়ামী বাকশালীদের দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে তুলে ধরেছেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।
যে কারণে স্বৈরাচারের সহযোগীদের হাতে হয়েছেন রক্তাক্ত। বন্ধ করা হয়েছে তার সম্পাদিত দৈনিক আমারদেশ।
পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে ৭ বছরের সাজা দেয়া হয় তাকে। আরো ১২৪টি মামলা মাথায় নিয়ে বাধ্য হয়েছেন দেশত্যাগে। অবশেষে স্বৈরাচারের পতনের পরও দেশে ফিরে যেতে হয়েছে কারাগারে।
জামিনে বের হবার পর সেই মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে আবার বরণ করে নিলেন সাংবাদিক সমাজ। জাতীয় প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা বাদ দিয়ে ফ্যাসিবাদী হাসিনার অপকর্ম নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে।
মাহমুদুর রহমান বলেন, বিগত ৫৩ বছরে গণমাধ্যম মৌলবাদ এবং জঙ্গিবাদের তকমা ব্যবহার করে দিল্লীর নীল-নকশা বাস্তবায়ন করেছে। সেই নাট্যমঞ্চ থেকে এবার বের হতে হবে।
যে সরকার আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার জনগণের সরকার। তবে এই সরকার দিল্লীর তোষামদী করলে তাদের বিরুদ্ধেও লড়াই চলবে বলে জানান তিনি।
এ সময় বর্তমান সরকারে প্রভাবশালী মাহফুজ আনাম, ড. ইফতেখারুজ্জামান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য্যের মতো ব্যক্তিদের অবস্থান নিয়েও কথা বলেন তিনি।
সভায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে আগামী ৭ দিনের মধ্যে নিষিদ্ধ করা, ফ্যাসিবাদের আইকন হিসেবে শেখ মুজিবুর রহমানের নামে সকল স্থাপনার নাম পরিবর্তনসহ ৭ দফা পেশ করেন গণমানুষের এই সম্পাদক।
জনগণের অধিকার প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করারও প্রত্যয় ব্যক্ত করেন মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান।