ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনায় রমনার এডিসি হারুনকে জবাবদিহি করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মারধরের ঘটনায় রমনা বিভাগের এডিসি হারুনকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পুলিশ সদস্যরা এ ধরনের অন্যায় করলে, তার অবশ্যই সাজা হবে। দুপুরে রাজধানীর আফতাবনগরে আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে সংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেপুটি অ্যাটর্নী জেনারেল এমরান আহমেদের মার্কিন দুতাবাসে আশ্রয় চাওয়ার বিষয়টিকে হাস্যকর বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল।
ঢাকার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মানুষের জন্য সেবার মান বাড়াতে আফতাবনগরে নতুন পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, দ্রুত পাসপোর্টের সেবা পৌছে দিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট চালু করেছে। এখন থেকে ঢাকার পূর্বে ৯ টি এবং পশ্চিমে ৮ থানার মানুষ আফতাবনগর ও মোহাম্মদপুরে দুটি আঞ্চলিক অফিস থেকে এ সেবা পাবেন।
সরকারে নানা উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় নিতে প্রস্তুতি নিচ্ছে দেশের জনগন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রলীগ নেতাদের ওপর নির্যাতন প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী । চাকরিচ্যূত হওয়ার পর মার্কিন দুতাবাসে ডেপুটি অ্যাটর্নী জেনারেলের আশ্রয় নেয়ার বিয়ষেও প্রতিক্রিয়া জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।