ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলার রায়ে নয়জনের ফাঁসির আদেশ
- আপডেট সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলার রায়ে নয়জনের ফাঁসি আদেশ দিয়েছে আদালত। একই মামলার বাকী ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম জানান, শাহীন শাহ হত্যা মামলায় ৯ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি। শাহীন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। গত বছরের ১১ নভেম্বর আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। নিহত শাহিন শাহ রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই।