ছুটিতে লাখো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে সমুদ্র সৈকত কক্সবাজারে

- আপডেট সময় : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ১৬৮১ বার পড়া হয়েছে
ঈদ পরবর্তী টানা ছুটিতে লাখো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কানায় কানায় পরিপুর্ণ ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস।
তবে কোথাও কোথাও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করছেন পর্যটকরা। আর অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। একই সাথে বাড়তি নিরাপত্তা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
সমুদ্রের নীল জলরাশি আর দীর্ঘ সৈকতে লাল কাঁকড়ার ছুটাছুটির নয়নাবিরাম দৃশ্য যে কাউকেই আন্দোলিত করে। তাইতো বরাবরই মানুষকে কাছে টানে দেশের প্রধান এই বিনোদন কেন্দ্র। সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য্যগুলো উপভোগ করতে প্রতিনিয়ত কক্সবাজার ভ্রমণ করেন পর্যটকরা।
সংশ্লিষ্টদের দাবী-ইতোমধ্যে ২ লক্ষাধিক পর্যটকে মুখর হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম সৈকত। ৫ শতাধিক হোটেল-মোটেল-গেস্ট হাউজের বেশিরভাগ কক্ষই এখন পরিপূর্ণ।আনন্দ উচ্ছ্বাসের যেন কমতি নেই এসব পর্যটকের।
আর আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
অন্যদিকে, সব ধরনের হয়রানী রোধ এবং পর্যটকরা যাতে নিরাপদে বিনোদন উপভোগ করতে পারেন সে জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
এবারের টানা ছুটিতে ৪ লক্ষাধিক পর্যটকের আগমন ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।