ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের ঢল নামে খুদে পাঠকদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের ঢল নামে খুদে পাঠকদের।
স্বর্গের সিঁড়ি বেয়ে নেমে আসা ছোট ছোট শিশুদের হাসি, উল্লাস, দৌড়াদৌড়ি এবং খুনসুটিতেই যেন আনন্দ। বাবা-মায়ের সঙ্গে গ্রন্থমেলায় বই কিনতে দেখা যায় শিশুদের। গেলো কয়েক বছর ধরে বই কেনার আনন্দের সঙ্গে শিশুদের জন্য যোগ হয়েছে সিসিমপুর। শিশু প্রহরে মেলায় আসা কোমলমতিরা সিসিমপুর মঞ্চে মেতে ওঠে উল্লাসে। পছন্দের বইটি খুঁজে নিতেও ভুল করেনি তারা।