ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ছুটির দিনে বাণিজ্য মেলায় সব বয়সী মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পরিবারের সঙ্গে মেলায় ঘুরতে এসে উচ্ছ্বসিত শিশু-কিশোররাও। তবে শীতের তীব্রতায় বেচাবিক্রি কম হওয়ায় হতাশ বিক্রেতারা।
কর্তৃপক্ষ বলছে, শেষের দিকে মেলা জমে উঠবে। কেনা-বেচাও ভালো হবে । দেশের রফতানি উন্নয়নে এ বারের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ ইফতেখার আহমেদ।
পরিবার-পরিজন নিয়ে ছুটির দিনে আন্তজার্তিক বাণিজ্য মেলা প্রাঙ্গনে ঢাকা ও ঢাকার বাইরে থেকে ছুটে এসেছেন ক্রেতা ও দর্শনার্থীরা।