ছোট্ট বোনকে বাঁচাতে আগুনে ঝাঁপ সাত বছরের শিশুর
- আপডেট সময় : ০১:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ছোট্ট বোনকে বাঁচাতে আগুনে ঝাঁপ সাত বছরের শিশুর
আগুনে ঝাঁপ দিয়ে সাত বছরের একটি শিশু তার ছোট বোনকে উদ্ধার করেছে। বোনের জন্য শিশুটির ভালোবাসা সিনেমার গল্পকেও হার মানাবে। যুক্তরাষ্ট্রের টেনেসির নিউ টেডওয়েলে ঘটনাটি ঘটেছে। অন্যান্য দিনের মত সোমবার ক্রিস ও নিকোল ডেভিডসন দম্পতি সন্তানদের খাইয়ে দিয়েছেন। যার যার মত সবাই বিছানা শুয়ে পড়েছে। ঘণ্টাখানেক পর ধোঁয়ার গন্ধে জেগে ওঠেন নিকোল ডেভিডসন। কয়েক মিনিটের মধ্যে ভয়ঙ্কর আগুনে তাদের ঘর গ্রাস করে ফেলে। ২২ মাস বয়সি এরিন ডেভিডসন আটকা পড়ে তার রুমে। আগুনে যখন সব কিছু ভস্মীভূত হয়ে যাচ্ছে, এরিন তখন তার শয্যায়। তার আশা ছেড়েই দিয়েছিলেন বাবা-মা। নিকোল দম্পতি তার দুই বছর বয়সি সন্তান এলিজাহ ও এলিকে কোলে নিয়ে বের হয়ে আসেন। কিন্তু এরিনের ঘর পুরোপুরি আগুনে ঘিরে ফেলেছে। ক্রিস ডেভিডসন জানান, গাঢ় ধোঁয়া ও আগুনে তার কাছে পৌঁছানো ছিল অসম্ভব। যে কারণে আমি এলিকে নিয়ে বের হয়ে আসি।ডেভিডসন বলেন, আমরা এলির জন্য অনেক বেশি গর্বিত। সে এমন কিছু করেছে, যা কোনো বয়স্ক লোকও সাহস করবেন না। সে সঠিক সময়েই ঝুঁকি নিয়েছে। বোনকে বাঁচানো পর এলি বলে, আমার মনে হয়েছিল, আমাকে দিয়ে হবে না। কিন্তু তখন আমি বলি-আমি তাকে পেয়েছি, বাবা। শিশুটি জানায়, আমি ভয় পেয়েছিলাম-তাই বলে আমার বোনকে এভাবে মরতে দিতে পারি না।