ছোট বেলা থেকে শিশুদের সুশিক্ষা নিশ্চিত করার আহবান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিশুদের উপযুক্ত নাগরীক হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তাই ছোট বেলা থেকে শিশুদের সুশিক্ষা নিশ্চিত করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শিশুদের উপর লেখাপড়ার চাপ সৃষ্টি না করার কথাও জানান তিনি। বলেন, আগামী দিনে শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। এর আগে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়। পরে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আবারও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন সরকারপ্রধান।