ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা আজ
- আপডেট সময় : ০৩:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
৮টি চ্যালেঞ্জকে সামনে রেখে ২০২২- ২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট তৈরি করেছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, শিক্ষা খাতে গুরুত্ব দিয়ে বিকেল ৩টায় জাতীয় সংসদে বিশাল আকারের প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনা মহামারীর খাঁড়ায় গেলো দুই বছর অনাড়ম্বর আয়োজন থাকলেও, এবার কিছুটা রঙ ফিরছে বাজেট উপস্থাপনায়।
এটি দেশের ৫১তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট। এরই মধ্যে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে, প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের অনুমোদনের পর বিকাল ৩টায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। নানামুখী চাপের মধ্যেও দেশকে মহামারীপূর্ব উন্নয়নের ধারায় ফিরিয়ে নিতে এবারের বাজেট পরিকল্পনা সাজিয়েছেন তিনি।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রাধিকার পাচ্ছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। অধিবেশনে চিরচেনা আমেজ দেখা যায়নি দুই বছর। সর্বত্র ছিলো কঠোর সতর্কতা। তবে গত বছর সংসদে ছিলেন ১৭০ জনের মত সদস্য। তার আগের বছর উপস্থিতি ছিল মাত্র ৭৮ জন। তবে এবার অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের সংখ্যা বেশি থাকছে।