জঙ্গিবাদ দমনে অন্যতম প্রতিবন্ধকতা বিএনপি নেতাদের বক্তব্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জঙ্গিবাদ দমনে অন্যতম প্রতিবন্ধকতা বিএনপি নেতাদের বক্তব্য। বিএনপি নেতারা সরকারের জঙ্গীবাদ বিরোধী অভিযানের বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেরা রিপোর্টার্স এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিভিন্ন বিষয়ে প্রতিবেদনের জন্য এবার ১০ জন রিপোর্টারকে পুরষ্কৃত করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এসময় তথ্যমন্ত্রী জানান, দেশ ও সমাজ গঠনে গণমাধ্যমের রয়েছে বিশেষ ভূমিকা। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য ও বস্তুনিষ্ঠতাকে গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, ঢাকা রিপোর্ট ইউনিটি সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।