জঙ্গিবাদ দমন ও নির্মুলে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল
- আপডেট সময় : ০২:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
জঙ্গিবাদ দমন ও নির্মুলে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল, মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। আর রেব মহাপরিচালকের দাবি সাইবার জগতে তৎপরতা থাকলেও দেশে জঙ্গি উত্থানের আর কোনো সুযোগ নেই। হলি আর্টিজান হামলার আট বছরে গুলশানে নিহতের স্মরণে এসব কথা বলেন তারা। এসময় পুলিশ বাহিনীর কোনো ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না বলে জানিয়েছে পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
পুরোনো ক্ষত সারিয়ে এখনো ঠায় দাঁড়িয়ে গুলশানের হলি আর্টিজন রেস্টুরেন্টের এই ভবনটি। আট বছর আগে ইতিহাসের নজিরবিহীন জঙ্গী হামলায় এখানেই নৃশংসভাবে হত্যা করা হয় ১৭ বিদেশীসহ ২২ জনকে। ছিলেন দুই পুলিশ সদস্যও। নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা জানান রেব মহাপরিচালক। একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সব ধরনের সক্ষমতা রয়েছে জানিয়ে ডিজি বলেন, সামাজিক মাধ্যমে তৎপর জঙ্গিদের নিয়ন্ত্রণে তৎপর রেবও। পরে একই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা তবে, অন্য দেশের চাইতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। এদিকে, সম্প্রতি বাহিনীর দুর্নীতি সামনে আসার পর আলোচনায় পুলিশ বাহিনী। পুলিশ সার্ভিস এসোসিয়েশন সভাপতির বলছে, কোনো ব্যক্তির দায় বাহিনীর নয়। পরে হোলি আর্টিজান রেস্তোরাঁ নিহত বিদেশী নাগরিকদের শ্রদ্ধা নিবেদন করেন ইতালি জাপান ভারত ও আমেরিকা রাষ্ট্রদূতরা।