জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা ছয় মাস আগে থেকেই করা হয়েছিল : সিটিটিসি
- আপডেট সময় : ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা ছয় মাস আগে থেকেই করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সক্রাইম ইউনিট–সিটিটিসি।
ছিনতাইয়ের মূল সমন্বয়কারী ফাতেহা তাসনিম শিখা ও আশ্রয়দাতা হোসনে আরা হুসনাকে গ্রেফতারের দুপুরে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান।
গেলো বছর ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন থেকে দুই জঙ্গী মইনুল হাসান শামীম ওরফে সিফাত এবং মো. আবু সিদ্দিক সোহেলকে মোটর সাইকেলে করে ছিনিয়ে নেয় সহযোগীরা।
দুই জঙ্গি ছিনিয়ে নেওয়া চক্রের প্রধান সমন্বয়ক, আবু সিদ্দিক সোহেলের স্ত্রী ফাতেমা তাসনীম ওরফে শিখা এবং তার আশ্রয়দাতা হুসনা আক্তার ওরফে হুসনাকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম –সিটিটিসি ইউনিট।
ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলন এব্যাপারে বিস্তারিত জানান সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আনসার আল ইসলামের শীর্ষ নেতাদের পরিকল্পনা ও নির্দেশনা এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই হওয়া পলাতক দুই জঙ্গি এখনো দেশে আছে বলেই ধারণা পুলিশের।