জঙ্গীরাষ্ট্র হিসেবে পরিচিত করতেই সিরিজ বোমা হামলা চালানো হয়েছিলো :পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গীরাষ্ট্র হিসেবে পরিচিত করতেই বিএনপি- জামাতের পৃষ্ঠপোষকতায় ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা চালানো হয়েছিলো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সকালে গুলশান অন্ডারল্যান্ড পার্কের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার পাশাপশি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই ছিলো এ হামলার লক্ষ্য। এই জঙ্গিগোষ্ঠী দেশে যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে খেয়াল রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। জামআতুল মুজাহিদীন বাংলাদেশ নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।