জনগণকে নির্দেশনার বিষয়ে সচেতন করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
জনগণকে নির্দেশনার বিষয়ে সচেতন করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশও দেন তিনি।
মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা ভাইরাস বিস্তার রোধে আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। একইসংগে সরকারী নির্দেশনা সবাইকেই মানতে হবে,উল্লেখ করে স্বাস্থমন্ত্রী বলেন, নির্দেশনা শিথিল করার কোনো সুযোগ নেই। জানুয়ারি থেকে বিনোদনকেন্দ্র, সমুদ্র সৈকত, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি আরো বলেন, কেউ করোনা পজেটিভ হলে তার বাড়ির সামনে লাল পতাকা উড়াতে হবে এবং হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।