জনগণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে কঠোর হবার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে জনগণকে মাস্ক পরাসহ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মানায় বাধ্য করতে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হবার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান। তিনি আরো বলেন, করোনা সংক্রমণের জন্য দেশের যে স্থান ঝুঁকিপূর্ণ সেখানে বিধিনিষেধ দিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার সকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদের সদস্যরা এবং গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যোগ দেন মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে সরকারের চলমান নানা প্রকল্প নিয়ে আলোচনা হয়। একই সাথে আলোচনা হয় করোনার টিকা আর সরকারি বিধিনিষেধ নিয়েও।
পরে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা পরিস্থিতির অবনতি হলে স্থানীয় প্রশাসন বিধিনিষেধ আরোপ করতে পারবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, করোনা মোকাবেলায় আরো সতর্কতা ও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
কিছু জেলায় অক্সিজেন সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যঅধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।