জনগণের জানমালের সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- আপডেট সময় : ০১:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, জনগণের জানমালের সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসংগে নৈরাজ্য সৃষ্টিকারি ও সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিদাতাদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন তিনি।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, দেশের জনগণের ধৈর্য ও সহনশীলতার সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ। সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুর কাদের বলেন, ধ্বংসাত্মক রাজনীতির বিপরীতে আওয়ামী লীগ এখনও দায়িত্বশীল আচরণ করছে। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর অবমাননা জাতি আর সহ্য করবে না বলেও উল্লেখ করেন তিনি।জনগণের দাবীর মুখে দুর্ভোগ কমাতে সরকার গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে। বলে ওবায়দুল কাদের বলেন এ নিয়ে কোন বিভ্রান্তির অবকাশ নেই। জানান, দুই একদিনের মধ্যে দূরপাল্লার বাস সার্ভিস চালুর ব্যাপারে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তিকর মন্তব্য করেছেন যা মোটেও সত্য নয়।