জনগণের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়, আগুন সন্ত্রাস করে, ভাঙচুর চালায়, মানুষ পুড়িয়ে মারে, তাই জনগণকে পাহারা দিচ্ছে আওয়ামী লীগ। সংস্কৃতি কোন নিয়ন্ত্রণের বিষয় নয়, সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে গিয়ে অভিনয় নিয়ন্ত্রণ আইন করা হয়েছে। বর্তমান সরকার তা বাতিল করেছে এসময় শিল্পী সংঘের শিল্পী, কলা-কৌশলীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।