জনগণের নয় বিএনপি নিজেদের ভাগ্য উন্নয়ন করতে চায় : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জনগণের নয়, বিএনপি নিজেদের ভাগ্য উন্নয়ন করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মনে করেন, বয়সের কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতিভ্রম হয়েছে। তার দ্রুত চিকিৎসা করানো উচিত। ঢাকা ও চট্টগ্রামে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে রোববার সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভায় তিনি অভিযোগ করেন, বিএনপি এদেশে লুটপাট তন্ত্র চালু করেছিল। গণতন্ত্রের নামে দেশকে বহুদলীয় তামাশায় পরিণত করেছে তারা।
জিয়াউর রহমানকে আওয়ামী লীগ খলনায়ক বানাতে চায়, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবও দেন ওবায়দুল কাদের।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ের ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে, গণমাধ্যমের কাছে বিএনপি মহাসচিবের সমালোচনা করেন তিনি।
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবিও অমূলক ছিল বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।