জনগণের ভাগ্য উন্নয়নে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছাড়ার আহ্বান রিজভীর
- আপডেট সময় : ০৮:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
জনগণের ভাগ্য উন্নয়নে সরকারকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ভারচুয়াল প্রেস ব্রিফিং তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশজুড়ে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশনকে পদত্যাগের আহবান জানিয়েছেন দলটির আরেক যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ভারচুয়াল প্রেস ব্রিফিং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিরোধী দলগুলোর আন্দোলন দমাতে সরকার মামলা-হামলা ও নেতা-কর্মীদের গণগ্রেফতার করছে ।অবিলম্বে সরকারকে এ সব গণবিরোধী কর্মকাণ্ড বন্ধের আহবান জানান তিনি। জনগণের ভাগ্য উন্নয়নে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে আবারো সরকারকে পদত্যাগের আহবান জানান তিনি।
এর আগে, সুপ্রিম কোর্টে সাংবাদিকদের দলটির আরেক যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তপসিল নয় নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধিনে ছাড়া বিএনপি নর্বাচনে যাবে না বলে জানান মাহবুব উদ্দিন খোকন।