জনগণের সম্পদ লুন্ঠনকারী বিএনপিই পলায়নের রাজনীতিতে অভ্যস্ত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জনগণের সম্পদ লুন্ঠনকারী বিএনপিই পলায়নের রাজনীতিতে অভ্যস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো পালানোর দল নয়, বরং এদেশের মাটি ও মানুষের আস্থার ঠিকানা। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুচলেকা দিয়ে বিদেশে পলাতক রয়েছেন বিএনপিরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন তারা।
সচিবালয়ের নিজ দপ্তরে সোমবার, রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জনগণ জেগে উঠলে নাকি আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এদেশের সকল অর্জন এবং জনগণের সুখ-দুঃখের সাথে রয়েছে আওয়ামী লীগ।
বিএনপিকে কোমরভাঙ্গা ও মেরুদন্ডহীন একটি বিরোধীদল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে সকালে, মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় মগবাজারের বিস্ফোরণের ঘটনাসহ নানা বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
কঠোর বিধিনিষেধ চলাকালীন প্রয়োজনীয় সহযোগীতা করতেই সেনাবাহিনী মোতায়েন থাকছে বলেও জানান ড. হাছান মাহমুদ।