জনগণ চাইলে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হবে : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণ চাইলে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হবে। তবে, তিনি দেশেই সুস্থ আছেন। বিদেশ যাওয়ার দরকার নেই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক জনসভায় একথা বলেন মন্ত্রী।
এ সময় আইনমন্ত্রী আরো বলেন, দুর্নীতির মামলায় একটিতে ১০ বছর, অন্যটিতে খালেদা জিয়ার ৭ বছর সাজা হয়েছে। মানবিক কারণে দুই শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে। জনসভায় মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সবাইকে প্রতিটি নির্বাচনে ভোট দেয়ারও আহ্বান জানান আনিসুল হক। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান ও কসবা উপজেলা চেয়ারম্যান রাশিদুল কায়সার জীবন উপস্থিত ছিলেন।