জনপ্রিয়তা হারিয়ে সরকার ভোট, রাজনীতি ও জনগণকে ভয় পাচ্ছে: নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
জনপ্রিয়তা হারিয়ে সরকার ভোট, রাজনীতি ও জনগণকে এখন ভয় পাচ্ছে। তাই সরকার আমলা ও পুলিশ নির্ভর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষমতাসীন আওয়ামী সরকার জানে, তারা জনগণের কল্যাণে কোনো কাজ করেনি বলেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে কখনোই জিততে পারবে না। আর কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইব্রাহিম বলেছেন, নতুনভাবে আন্দোলন গড়ে তোলার আগে আত্ম-সমালোচনা করে ভুল-ত্রুটি শোধরাতে হবে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী ও মুসলিম লীগের সভাপতি কামরুজ্জামান খানের স্মরণ সভার আয়োজন করে ২০ দলীয় জোট। এতে অংশ নেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা।এ সময় কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহম্মদ ইব্রাহিম বলেন, বিএনপি ও বিশ দলীয় জোট অনেক আন্দোলন করেছে। কিন্ত কাঙ্ক্ষিত সাফল্য হাতে পায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে গণতন্ত্র থাকে না । তিনি আরো বলেন, একটা রাজনৈতিক দল নির্বাচনে জয়লাভ করতে বিশেষ বাহিনীর ওপর নির্ভর করে।
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান তারা।