জনসমাগম ঠেকানো না গেলে করোনা সংক্রমন ভয়াবহ হতে পারেঃস্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জনসমাগম ঠেকানো না গেলে, সংক্রমন বেড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, করোনা শনাক্তে আরো ১৫টি ল্যাব প্রস্তুত করা হচ্ছে। দুপুরে রাজধানীতে দুই হাজার শয্যার বসুন্ধরা করোনা আইসোলেশন হাসাপাতালের উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশ ও মানুষের কল্যাণে গড়ে ওঠা দেশের বিখ্যাত শিল্প উদ্যোক্তা বসুন্ধরা গ্রুপ। বৈশ্বিক করোনা মহামারিতে দেশের জনগণের পাঁশে দাঁড়াতে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছেন তারা। আইসিসিবি’র চারটি কনভেশনে হলের দু’টিতে প্রস্তুত করা দুই হাজার শয্যার এই হাসাপাতালে রয়েছে ৭০টি আইসিইউ বেড।
করোনা আইসোলেশনে দেশের সর্ববৃহৎ হাসপাতালটি সরকারে কাছে হস্তান্তর করে বসুন্ধরা কর্তৃপক্ষ।
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী করোনা প্রতিরোধে নানা কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, নমুনা শনাক্তে আরো ১৫টি ল্যাব স্থাপন হচ্ছে।
বিভিন্ন স্থানে জনসমাগম বাড়ায় শঙ্কার প্রকাশ করে সংশ্লিষ্ট সংস্থাকে তা নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি।
চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংবাদকর্মীর করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় তাদের জন্য সব হাসপাতালে চিকিৎসায় বিশেষ সুবিধা দেয়ার নির্দেশ দেন জাহিদ মালেক।