জনসম্মুখে করোনার ভ্যাকসিন নিয়েছেন কমলা হ্যারিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রেসিডেন্টের পর জনসম্মুখে করোনার ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে মর্ডানার কোভিড টিকার প্রথম ডোজ নেন তিনি।
তাঁর টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। ওয়াশিংটন ডিসির আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত একটি এলাকার মেডিকেল সেন্টারে হাজির হয়ে টিকা নেন কমলা হ্যারিস। এ সময় তিনি লোকজনকে এই টিকার প্রতি আস্থা রাখার আহ্বান জানান। এ সময় তিনি মাস্ক পরে ছিলেন। এর আগে গত ২১ ডিসেম্বর কোভিড-১৯ টিকা নেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন তিনি। ৭৮ বছরের বাইডেনের টিকা নেওয়ার দৃশ্যও টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। নিজে টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি।