জনস্বার্থকে সবকিছুর উর্ধ্বে রেখে জনসেবামূলক কার্যক্রম বাড়াতে ডিসিদের নির্দেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ১৮২৬ বার পড়া হয়েছে
জনস্বার্থকে সবকিছুর উর্ধ্বে রেখে সরকারি প্রতিষ্ঠানগুলোর জনসেবামূলক কার্যক্রমে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ২৫ দফা নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, অপচয় রোধের পাশাপাশি মিত্যব্যয়ী হওয়া গেলে, যুদ্ধ পরবর্তী বৈশ্বিক মন্দার ধাক্কা মোকাবিলা সম্ভব হবে। জনগনের খাদ্য নিরপত্তা ও স্বাস্থ্যসহ অতি জরুরী বিষয়গুলো অগ্রাধিকারে থাকার কারণেই বাদ পড়েছে নতুন ইভিএম মেশিন ক্রয়ের প্রকল্প বলেও জানান শেখ হাসিনা।
৩ দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনে তুলে ধরা হয় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে জনসেবার জন্য জনপ্রশাসনের ইতিবাচক ভূমিকার কথা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রী পরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক সম্মেলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন ২০০১ এ বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে দেশকে শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থ সামাজিক সব খাতে পিছিয়ে দেয়।
উন্নয়ন প্রকল্প বাছাই ও বাস্তবায়নে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়া গেলে, যুদ্ধ পরবর্তী আর্থিক ধাক্কার মাঝেও দেশের অর্থনীতি গতিশীল রাখা সম্ভব বলে মত দেন তিনি। ইভিএম নিয়ে চলা সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী।
এসময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি দেওয়া ২৫ দফা নির্দেশনায় দেশের পতিত জমিতে খাদ্য উৎপাদন, জঙ্গীবাদ ও গুজব প্রতিরোধ, মনুষ্য সৃষ্ঠ দুর্যোগ থেকে জনগনকে রক্ষায় আইন শৃঙ্খলায় রক্ষা, সচেষ্ট থাকার পাশাপাশি জনগনের প্রতি সেবার ব্রত নিয়ে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান।
২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার রাখার আহ্বান জানিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।