জনস্বার্থে ২৮ এপ্রিলের পর সরকার গণপরিবহনও চালুর চিন্তা করছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জনস্বার্থ বিবেচনায় ২৮ এপ্রিলের পর সরকার গণপরিবহনও চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এক্ষেত্রে করোনার বিধিনিষেধ মেনে নির্দিষ্ট সংখ্যক যাত্রী ও নির্ধারিত ভাড়া নিতে হবে। বেশি নিলে শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অপরদিকে, হেফাজতের সাম্প্রতিক নাশকতা ও পরিকল্পনার পেছনে বিএনপির ভূমিকা থাকার অভিযোগ করেন তিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, হেফাজতের এই নৈরাজ্যে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
বরিশাল সড়ক বিভাগ, বিআরটিসি ও বিআরটিএ কর্মকর্তাদের সাথে শনিবার মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি জানান, জনগণের জীবিকার কথা চিন্তা করে চলমান লকডাউন শেষ হলে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষক দেশের একটি রাজনৈতিক দল।
এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ- মিন্টু রোডের বাসভবন থেকে অনলাইনে বলেন, ২৬ থেকে ২৮ মার্চ সারাদেশে হেফাজতের ব্যানারে যে তান্ডব চালানো হয়েছে, সেখানে বিএনপি-জামাত সক্রিয় অংশ নিয়েছে এবং অর্থও দিয়েছে।
ভবিষ্যতে সব ধরনের নাশকতা ঠেকাতে সরকার কঠোর নজরদারী রাখবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।