জমিদার হয়েও মানব প্রেমী হিসেবে পরিচয় করিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
জমিদার হয়েও নিজেকে একজন নিখাদ মানব প্রেমী হিসেবে পরিচয় করিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদারি পরিচালনায় নওগাঁর পতিসরে এসে ভেবেছেন গরীব প্রজাদের জন্য। ভেবেছেন আধুনিক কৃষি, চিকিৎসা আর শিক্ষা নিয়েও।
১৮৯১ সাল; কলকতার আয়েশি জীবন ছেড়ে রবীন্দ্রনাথ ছুটে আসেন নওগাঁর পতিসরে। নিজেকে দাঁড় করান সাধারণের কাতারে। এখানকার মানুষ আর সবুজ প্রকৃতির সাথে কবির ছিলো গভীর প্রেম। পতিসরে বসেই রচন করেন অসংখ্য গান, কবিতা আর ছোট গল্প। জমিদার হয়েও গরীব প্রজাদের খুব আপন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজ করেন মানব কল্যাণে।
পতিসরে এসে কৃষিকে আধুনিকতার ছোঁয় দিয়েছিলেন রবীন্দ্রনাথ। পথ দেখিয়েছেন অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার। আর তাই সুস্থ্য রাষ্ট্র গঠনে কবীর দেখানো পথ অনুসরনের পরামর্শ দিয়েছেন বিশেজ্ঞরা। নওগাঁর পতিসর থেকে কবিগুরু শেষ বারের মত বিদায় নিয়েছিলেন ১৯৩৭ সালে।