জমি বিরোধে নরসিংদীতে মা ও দুই সন্তানকে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জমি বিরোধের জেরে নরসিংদীর বেলাবোতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে।
রোববার সকালে বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রহিমা বেগম, তার ছেলে রাকিব ও মেয়ে রাকিবা। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে করে হত্যার আলামত মিলেছে। পরে গৃহকর্ত্রী রহিমা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানিয়েছেন, রহিমার স্বামী পেশায় রং মিস্ত্রি। গাজীপুর থেকে সকালে বাড়িতে ফিরে তাঁর স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে