জমে উঠেছে পৌর নির্বাচনের শেষ মূহুর্তের প্রচারনা
- আপডেট সময় : ০৯:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জমে উঠেছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচন। তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এক মেয়র প্রার্থীর মৃত্যুতে তা পিছিয়ে যায়। রাঙ্গামাটি ও কুমিল্লার দাউদকান্দি সভা নির্বাচনেও চলছে শেষ মূহুর্তের প্রচারনা। এদিকে, ১৪ ফ্রেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভায় ব্যালটে ভোট হলেও, লালমনিরহাটে প্রথমবারের মতো ইভিএমে ভোট হবে। প্রতীক দেখে নয়, ভালো প্রার্থীকে ভোট দেয়ার কথা বলছে তরুণ প্রজন্ম।
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় শেষ মুহুর্তে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারনায় জমে উঠেছে নির্বাচন। রাস্তা-ঘাট, বিদ্যুৎ ও পয়:নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা।২০১৫ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র হন এবিএম আনিছুজ্জামান আনিছ। এবারও নৌকার পরাজয়ের কারন হতে পারেন তিনি। তবে জয়ের স্বপ্ন আওয়ামী লীগের প্রার্থীও দেখছেন।জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে বিজয়ী হওয়ার আশা করেন বিএনপি’র প্রার্থী।গত নির্বাচনে আধিপত্যের বিষয়টি মাথায় রেখে এবার প্রস্তুতি নিচ্ছে ইসি।সংঘাত নয় প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা।
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী দিন-রাত গণসংযোগে ব্যস্ত থাকলেও, জমেনি বিএনপি প্রার্থীর প্রচারণা। এবারই প্রথম এই পৌরসভায় ইভিএমে ভোট হবে। এ নিয়ে বাড়তি উৎসাহ ও উদ্বেগ কাজ করছে ভোটারদের মাঝে। তবে, বুঝে-শুনে ভোট দিতে চায় তারা।
লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন স্বতন্ত্র প্রার্থীও। গণ-সংযোগ, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে।এদিকে জেলার পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীর মধ্যে।অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার সাধারণ মানুষ।
প্রার্থী ও সমর্থকদের বিরামহীন প্রচারণায় রাঙ্গামাটি পৌরসভা এখন উৎসবের শহর। মেয়র পদে লড়ছেন পাঁচ জন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটাররাও খুঁজছেন তাদের পছন্দের প্রার্থী। তবে, প্রথমবারের মতো ইভিএমে ভোট নিয়ে উৎসাহের পাশাপাশি উদ্বেগও রয়েছে তাদের।তবে, ইভিএমকে পরিচিত করাতে বিভিন্ন পরিকল্পনা নেয়ার কথা জানায় নির্বাচন অফিস।
মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীর মধ্যেই হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। দুই প্রার্থীই আধুনিক ও পর্যটনবান্ধব শহর গঠনের পরিকল্পনার কথা জানান।পৌরসভার ৩১টি ভোটকেন্দ্রে ৬২ হাজার ৯১৩ জন ভোটার ভোট দেবেন।