জমে উঠেছে মেহেরপুর পৌরসভা নির্বাচন

- আপডেট সময় : ০৫:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
জমে উঠেছে মেহেরপুর পৌরসভা নির্বাচন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুঁটছেন ভোটারদের বাড়ি-বাড়ি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নাগরিক সুবিধাসহ পৌরসভা আধুনিকায়নের অংগীকারের ফুলঝুরি নিয়ে চষে বেড়াচ্ছেন পুরো এলাকা।
প্রচার-প্রচারণা, পোষ্টার, লিফলেট, ষ্টিকার, পথসভাসহ নানা কার্যক্রমের মধ্যদিয়ে জমে উঠেছে মেহেরপুর পৌরসভা নির্বাচনের মাঠ।
উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিতে চান ভোটাররা। এরমধ্যে নির্বাচনের সব প্রস্ততি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নৌকা প্রতিকে মেয়র পদে লড়ছেন সদ্য বিদায়ী মেয়র মাহাফুজুর রহমান রিটন। তার প্রতিদ্বন্দ্বি নারিকেল গাছ প্রতীকের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু। এছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদে ৭০ এবং সংরক্ষিত নারী আসনে রয়েছেন ২০ প্রার্থী।
প্রথমবারের মত ইভিএম’এ ভোট দিতে পারবে জেনে বেশ খুশি নতুন ভোটাররা।
নৌকার প্রার্থী বলছেন, করোনার সময় নাগরিকদের পাশে ছিলাম। তাই তাকেই মানুষ বিপুল ভোটে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে….নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচারণবিধি লংঘনের অভিযোগ তুলে নির্বাচনে জয়ী হলে পৌরবাসীর উন্নয়নে কাজ করার কথা জানান স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু ।
নির্বাচন অফিসার জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। মেহেরপুরে এবারই প্রথম সব কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহণ হবে।
আগামী ১৫ জুন তৃতীয় ধাপের নির্বাচনে মেহেরপুর পৌরসভাসহ ৪ ইউনিয়নে ভোটগ্রহণ হবে।