জয়পুরহাটের খুচরা বাজারে হঠাৎ বাড়ছে আলুর দাম
- আপডেট সময় : ০২:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
জয়পুরহাটের খুচরা বাজারে হঠাৎ বাড়ছে আলুর দাম। খুচরা ব্যবসায়ীরা দামের উর্ধ্বগতির সুনির্দিষ্ট কারণ বলতে না পারলেও হিমাগার সংশ্লিষ্টরা জানান, লোডশেডিংয়ের কারণে আলু সংরক্ষণের খরচ বৃদ্ধির পাশাপাশি প্রচুর আলু পঁচে নষ্ট হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আলুর সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। কেউ মজুদ করে আলুর সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে কৃষি বিভাগ।
আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। এখানকার কৃষক ও ব্যবসায়ীরা স্থানীয় চাহিদা মিটিয়ে ১৯টি হিমাগারে আলু সংরক্ষণ করেন। ক’দিন আগেও খুচরা বাজারে প্রতিকেজি আলুর দাম ছিলো ২২ থেকে ৩০ টাকার মধ্যে। বর্তমানে জাতভেদে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকায়। এতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা।
তবে পাইকারী ব্যবসায়ী ও হিমাগার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে আলুর কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুদ থাকলেও সাম্প্রতিক লোডশেডিংয়ে হিমাগারে প্রচুর আলু পচে নষ্ট হবার পাশাপাশি জেনারেটর চালিয়ে সংরক্ষণে বেড়েছে খরচ।
কৃষি বিভাগের হিসাবে জয়পুরহাট জেলায় এবার আলু উৎপাদন হয়েছে সোয়া ৯ লাখ টন। হিমাগারে সংরক্ষণ করা হয় ১ লাখ ৬৪ হাজার টন। বাকী আলু জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে। আর হিমাগারে মজুদের মাত্র ১৭ শতাংশ এ পর্যন্ত আলু উত্তোলন করা হয়েছে।
দাম বাড়াতে সংকট সৃষ্টি করে আলু মজুদ করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিপণন বিভাগ।
সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে, বাজার নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানালেন, কৃষি কর্মকর্তারা।
আলুর বাজারের উর্ধমুখী প্রবণতা ঠেকাতে কঠোর মনিটরিং করে দাম সহনীয় পর্যায় রাখার দাবি সাধারণ ভোক্তাদের।