জরুরি সেবার অংশ হিসেবে বেনাপোল বন্দর ১১ গাড়ী অক্সিজেন আমদানি করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জরুরি সেবার অংশ হিসেবে বেনাপোল বন্দর ১১ গাড়ী অক্সিজেন আমদানি করা হয়েছে। ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে গাড়িগুলো পার হয়।
দুপুর ৩টায় ভারত থেকে বেনাপোল স্থল বন্দরে ১১টি আমদানিকৃত অক্সিজেনের গাড়ী প্রবেশ করে। অক্সিজেন আমদানি করে লিন্ডে বাংলাদেশ, পিওর, ও ইসপেক্টর নামে তিন প্রতিষ্ঠান। লিন্ডে ৩ গাড়ীতে ৬০টন ৫৩ কেজি, পিওর ১ গাড়ীতে ১৪টন ৫২ কেজি ও ইসপেক্টর ৭ গাড়ীতে ১০৪টন ৪২ কেজিসহ মোট ১১ গাড়ীতে ১৭৯টন ৫০ কেজি অক্সিজেন আমদানি করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর ৪ দিন বন্ধ থাকবে। তবে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল রাখা হয়েছে। এছাড়া অক্সিজেন যাতে দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের ২টি টিম কাজ করছে।