জলঢাকা পৌরসভায় নাগরিক সেবা পেতে হয়রানী

- আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকা পৌর এলাকায় নাগরিক সেবা পেতে হয়রানীর অভিযোগ উঠেছে। ভাঙাচোরা রাস্তাঘাট। নেই ভাল ড্রেনেজ ব্যবস্থা। তার উপর শহরে ময়লার ভাগাড়। এসব দেখে যেন বোঝার উপায় নেই এটি পৌরসভা শহর। এছাড়া নাগরিকদের সেবা পেতে ঘুরতে হয় কয়েক দফা।
২০০১ সালে স্থাপিত পৌরসভাটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় ২০০৮ সালে। কিন্তু এক যুগ পার হলেও এখানে মিলছে না নাগরিক সেবা। ভাঙাচোরা রাস্তার পাশাপাশি জলঢাকা শহরে ঢুকতেই ড্রেনগুলোর পাশে ময়লার স্তুপ। এছাড়া পরিস্কার হয় না ড্রেনও। এতে দুর্গন্ধে অতিষ্ঠ শহরবাসী। ২০১৬ সালে বিএনপির টিকিটে মেয়র নির্বাচিত হন ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। তবে এখনও গা ঢাকা দিয়ে আছেন তিনি। একারণে নাগরিকদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। শুধু সাধারণ নাগরিকরাই নয়, পৌরসভার অব্যবস্থাপনার জন্য সমন্বয়হীণতাকেই দায়ী করলেন এই জনপ্রতিনিধি। এদিকে, বিরোধী দলীয় রাজনীতি করায় রাজনৈতিকভাবে কোনঠাসা করা হচ্ছে বলে দাবি করলেন পৌর মেয়র। সার্বিক অব্যবস্থাপনা দূর করে পৌরবাসীর কাঙ্খিত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এমনই প্রত্যাশা পৌরবাসীর।