জলদস্যুদের কবলেপড়া বাংলাদেশি জাহাজ সোমালিয়ায়
- আপডেট সময় : ১১:৪৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ১৭৮২ বার পড়া হয়েছে
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলেপড়া বাংলাদেশি জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। এমভি আবদুল্লাহ নামে কয়লাবাহী জাহাজটিতে থাকা ২৩ নাবিককে জিম্মি করেছে দস্যুরা। ছোট ছোট বোটে এসে জলদস্যুরা বাংলাদেশি জাহাজের নিয়ন্ত্রণ নেয়।
গতকাল দুপুরের দিকে এমভি আবদুল্লাহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। অন্তত ১০০ জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। সশস্ত্র অবস্থায় তারা জাহাজে ওঠে। এ সময় নাবিক ও ক্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা আতিক উল্লাহ খান এক অডিও বার্তায় জলদস্যুদের আক্রমণের বর্ণনা দিয়ে জাহাজ মালিক পক্ষকে জানান, জলদস্যুদের আক্রমণে কেউ হতাহত না হলেও ভীতি ছড়াতে জাহাজে উঠেই গুলাগুলি করেছে জলদস্যুরা। গতকাল ইফতারের পর হোয়াটসঅ্যাপে তিনি তার স্ত্রীকেও এক অডিও বার্তায় জানান, মুক্তিপণ না দিলে সবাইকে এক এক করে মেরে ফেলার হুমকি দিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। সবার কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। যত তাড়াতাড়ি টাকা দেয়া হবে, তত তাড়াতাড়ি ছেড়ে দেয়া হবে। বর্তমানে জাহাজটি সোমালিয়ার বন্দরে পৌঁছেছে।