জলবায়ু পরিবর্তন-মহামারি মোকাবেলায় বৈশ্বিক কর্মপরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ১২:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারি থেকে উদ্ভূত সংকট কার্যকরী মোকাবেলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ বর্তমানে বৈশ্বিক হুমকি।এই উভয় ঝুঁকি প্রশমনে আমাদের আরো অনেক কিছু করতে হবে। আর তা করতে হবে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে।
ক্লাইমেট ভারনারেবল ফোরামের সভাপতি শেখ হাসিনা যুক্তরাজ্যের নেতৃস্থানীয় দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকায় লেখা এক নিবন্ধে এ কথা বলেন। নিবন্ধটি বুধবার প্রকাশত হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্যারিস জলাবায়ু চুক্তি থেকে তার দেশের বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন, তা কার্যকর হবে ৪ নভেম্বর। সেই তারিখ সামনে রেখে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের বিশেষ আয়োজন ‘হান্ড্রেড ডেইজ টু সেইভ দ্য আর্থ’ এর অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিবন্ধটি প্রকাশ করা হয়েছে।
নিবন্ধে তিনি লিখেছেন, দুর্যোগ কখনো এককভাবে আঘাত হানে না। গত মে মাসে বন্যার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। কোভিডের কারণে অর্থনৈতিক লকডাউন আমাদের বস্ত্র শিল্প ও রফতানিকে আঘাত করেছে।বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ বর্তমানে বেকার।