জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালের।
পাঁচ দিনজুড়ে এই আয়োজনে মোট সাতটি ডিসিপ্লিনে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। ১১টি ভিন্ন ইভেন্টে মোট পদক পেয়েছেন ১৮ প্রতিযোগী। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীকে আকর্ষণীয় মেডেল ও অর্থ পুরস্কার দেওয়া হয়। কার্নিভালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফ্রিল্যান্সার মাহবুব আলম খান। দুটি স্বর্ণ ও দুটি রৌপ্য জয়ে মোট ১০ পয়েন্ট পেয়ে সেরা হন তিনি। এবারের স্পোর্টস কার্নিভালে টেবিল টেনিস, ক্যারম, দাবা, সাঁতার, শ্যুটিং, আর্চারি ও কলব্রিজ ডিসিপ্লিনে অংশ নেন প্রতিযোগিরা। টেবিল টেনিস ও ক্যারমে এককের পাশাপাশি ছিল দ্বৈত ইভেন্ট।