জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত রাশিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কে আয়োজিত সাধারণ অধিবেশনে আয়োজিত ভোটে রাশিয়াকে বরখাস্ত করা হয়।
রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে ‘গণহারে এবং পরিকল্পিতভাবে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন’ করেছে জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়। ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ভোট দেয়া দেশগুলোর দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়া জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পদ হারায়। রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে ৯৩ দেশ, বিপক্ষে ভোট দিয়েছে ২৪টি দেশ। বাংলাদেশসহ ৫৮ দেশ ভোটদানে বিরত ছিল। এর আগে প্রথম রেজুলেশনে বাংলাদেশ ভোটদানে বিরত থাকলেও দ্বিতীয় রেজুলেশনে পক্ষে ভোট দিয়েছিল।