জাতিসংঘের ৭৭তম অধিবেশনের আনুষ্ঠানিক পর্দা উঠলো মঙ্গলবার
- আপডেট সময় : ০১:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের আনুষ্ঠানিক পর্দা উঠলো মঙ্গলবার। বৈঠকে অংশ নিতে বিশ্বের অধিকাংশ সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এখন জাঁকজমক অবস্থা নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিল কক্ষে সাধারণ পরিষদের অধীনেই প্রথম বারের মত অনুষ্ঠিত হলো নারী নেতৃত্ব শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠক। যেখানে বিশ্বের উল্লেখযোগ্য নারী নেতৃত্বের কণ্ঠস্বর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও।
‘ট্র্যান্সফরমেটিভ সল্যুশন্স বাই উইমেন লিডারস টু টুডেইজ ইন্টারলিংকড চ্যালেঞ্জেস’ প্রতিপাদ্যে এই সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংকট কাটাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে নীতিনর্ধারণী পর্যায়ে।
শুধু নিজ নিজ দেশের জন্য নয়, মানবতার কল্যাণে ইতিবাচক ফলাফল পেতে জাতিসংঘের উইমেন লিডার্স প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করার ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, নারী-পুরুষের সমতা আনার ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।
নারী নেতৃত্বকে আরও এগিয়ে নিতে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাবও উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।