জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন
- আপডেট সময় : ০৭:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
যমুনা নদীর ডানতীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী এবং সাঘাটা উপজেলাধীন গোবিন্দি ও হলদিয়া এলাকা রক্ষা প্রকল্পসহ মোট পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে, ৭ হাজার ৫শ’ ৫ কোটি ২৯ লাখ টাকা।
ঢাকার শেরে বাংলা নগরে এনইসি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী নির্মাণাধীন উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতির বিষয়ে খোঁজ নেন। তিনি বলেন, করোনার কারণে অর্থনীতি যেন গতি না হারায় সেদিকে লক্ষ্য রেখে সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে। একই সাথে প্রকল্পগুলোর ব্যয় সংকোচন করে এবং অপচয় কমিয়ে সঠিক সময়ের মধ্যে বাস্তবায়নে তাগিদ দেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম জানান, অনুমোদিত নতুন ৫ প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ৭ হাজার ৪শ’ ২৬ কোটি ৬১ লাখ টাকা। আর বাকিটা আসবে সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে।