জাতীয় পতাকার মর্যাদা ক্ষুন্নের অভিযোগে সরকারি কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জাতীয় পতাকার মর্যাদা ক্ষুন্নের অভিযোগে বরগুনার শীর্ষ তিন সরকারি কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুপুরে মামলাটি গ্রহণ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। জাতীয় পতাকা আইন ১৯৭২ এর তিন নম্বর ধারা এবং ২০১০ সালের ২০নং আইনে দায়ের করা এ মামলায় অভিযুক্তরা হলেন, জেলা রেজিস্ট্রার, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী, বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতাল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক এবং বরগুনার গৌরীচন্নার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক। এর আগে গেল সোমবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়েরের জন্য আবেদন করেন আইনজীবী জেড. এইচ. এম. মুজাহিদুল হক।