জাতীয় পার্টির নেতা খুনের অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় খুন হন জাতীয় পার্টির নেতা আব্দুস সালাম মিয়া। শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও তৎসংলগ্ন এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অপরাধের কথা স্বীকার করেছে তারা। তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি।
শনিবার মধ্যরাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একটি প্রাইভেট কার থেকে সালাম বাহাদুরের রক্তাক্ত মরদেহ রেখে যায় হত্যাকারীরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের আটক করা হয়েছে।
তদন্তে থাকা পুলিশ বলছে, শনিবার বিকেলে সালাম বাহাদুর মানিকগঞ্জের সিংগাইরে চাঁদনির বাড়িতে যান। মা ও মেয়ের পূর্ব পরিকল্পনায় স্থানীয়দের সাথে নিয়ে আটকে রেখে মারধর করা হয় রাজনৈতিক এই নেতাকে। অনৈতিক সম্পর্কের হুমকি দিয়ে সালাম বাহাদুরের কাছ থেকে অর্থ দাবি করে তারা। হাত ও পা ভেঙে দিয়ে চলে টানা মারধর। অসুস্থ হয়ে পড়লে ঢাকায় আনার পথেই মারা যায় সালাম বাহাদুর।
পুলিশ জানায়, চাকরির প্রলোভনে সালাম বাহাদুরের সঙ্গে ৬ বছর ধরে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে চাঁদনি।
পুলিশ বলছে, আসামি চাঁদনী বিবাহিত। তার সংসার নিয়েও আছে নানা রহস্য। সালাম বাহাদুর জাতীয় পার্টি জেপি-মঞ্জু অংশের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের পদে ছিলেন। ঢাকার ধানমন্ডিতে তার পরিবারের বসবাস।