জাতীয় পার্টি সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চায় : মজিবুল হক চুন্নু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১৮১৯ বার পড়া হয়েছে
এদিকে..জাতীয় পার্টি সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।
সকালে রাজধানীর গুলশানের একটি বাসায় ইইউর প্রতিনিধি দলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউ প্রতিনিধিরা এই বৈঠকে সিদ্ধান্ত নেবেন আগামী নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা? নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও সরকারের স্বচ্ছ ভূমিকা লাগবে বলে ইইউকে জানিয়েছে জাতীয় পার্টি। বৈঠকে জাপার নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এছাড়াও ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা মাসরুর মাওলা। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও সরকারের স্বচ্ছ ভূমিকা প্রয়োজন বলে ইইউকে জানায় জাতীয় পার্টি।